• 'বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড'! কাকে বললেন ডন কার্লো' জিরোনা গুঁড়িয়ে একেই রিয়াল
    ২৪ ঘন্টা | ১১ ফেব্রুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিট্যাল ব্যুরো:  চলতি লা লিগায় (La Liga) ধারাবাহিক পারফর্ম করে চমকে দিয়েছিল জিরোনা (Girona)। লিগ টেবলে দুয়ে উঠে আসা টিমকে এবার বাস্তবটা বুঝিয়ে দিল স্প্য়ানিশ দৈত্য় রিয়াল মাদ্রিদ (Real Madrid)। লস ব্ল্য়াংকোস নিজেদের ঘরের মাঠে ডেকে গোলের মালা পরিয়েছে জিরোনাকে। স্য়ান্টিয়াগো বার্নাব্য়ুতে রিয়াল ৪-০ হারিয়েছে জিরোনাকে। আর এই ম্য়াচের পরেই রিয়াল ম্য়ানেজার কার্লো অ্যানচেলোত্তি (Carlo Ancelotti) বেছে নিয়েছেন এই মুহূর্তে 'বেস্ট ইন দ্য় ওয়ার্ল্ড'কে। তাঁর মতে তাঁর টিমের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr.) ওরফে ভিনি জুনিয়রই এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার।খেলার পর সাংবাদিক বৈঠকে ফ্য়ান ফেভারিট  ডন কার্লো বলেন, 'এটাই আমাদের সেরা পারফরম্য়ান্স। সব দিক থেকেই কমপ্লিট ফুটবল। আক্রমণ এবং রক্ষণ মিলিয়েই বলছি। লা লিগার লড়াইয়ে এটা একটি বড় বিবৃতি দিল রিয়াল। কারণ জিরোনা দুর্দান্ত টিম ছিল। যারা এই ম্যাচের আগে কোনও অ্যাওয়ে ম্য়াচ হারেনি।' এদিন ম্য়াচের ছয় মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন ভিনি। ভালভার্দের থেকে পাস পেয়ে ২৫ গজ দূর থেকে ভিনি দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বুলেট শটে গোল করেন। এছাড়াও জোড়া অ্যাসিস্টও করেন ভিনি। ম্য়াচে জোড়া গোল করেছেন জুড বেলিংহ্য়াম। অপর গোলটি রডরিগোর। ভিনির প্রশংসা করে কার্লো বলেন, 'ভিনির টপ পারফরম্য়ান্স দেখলাম। এই পর্যায়ে ও সুপার ফুটবলার। ও যখন এরকম খেলে তখন ও বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়।' 
  • Link to this news (২৪ ঘন্টা)