রাজ্যসভায় দলের প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি। রাজ্যসভায় বেশ কয়েকটি আসন ফাঁকা হয়েছে। সেই আসনগুলোয় দলের প্রার্থীদের নাম স্থির করল গেরুয়া শিবির। ঘোষিত প্রার্থীদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নাম আছে শমীক ভট্টাচার্যের। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন হবে।