Mimi Chakraborty: ‘লোকে ভাবে আমি হিরোইন বলেই হয়তো কোনও কাজ করি না..’, সংশয় দূর করলেন মিমি?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ ফেব্রুয়ারি ২০২৪
Mimi Chakraborty: অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে রাজনীতিবিদ শব্দটা জড়িয়েছে অনেকদিন। তিনি, সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন নাকি না এই নিয়েও নানা প্রশ্ন ওঠে। কিন্তু, সবসময় বেশ ঠোঁটকাটা মিমি আসলে কাদের জন্য বাঁচে জানেন?