Viral: পাতায় মোড়ানো গোটা শরীর, ‘আরে এ তো উরফি জাভেদের ভাই’, কটাক্ষ নেটপাড়ার, কোটি কোটি ভিউ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ ফেব্রুয়ারি ২০২৪
সোশ্যাল মিডিয়ার এই যুগে সবাই রাতারাতি সেলিব্রিটি হতে চায়। দ্রুত বিখ্যাত হওয়ার এই দৌড়ে, যে কোন কিছু করার ক্ষেত্রে পিছপা হন না তারা। সম্প্রতি ইনস্টাগ্রাম @rohit_tm_comedy অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যা ভাইরাল হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, গোটা শরীর পাতায় মুড়ে ছেলেটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। উরফি জাভেদকে যেমন অদ্ভুত পোশাক পরতে দেখা যায়, ঠিক তেমনই এই ব্যক্তিটিকেও এমন পোশাকে খুব অদ্ভুত দেখাচ্ছে এবং সত্যিকার অর্থে তাকে উরফির ভাইয়ের মতো দেখাচ্ছে।