• পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে' ঠিক করবেন ইমরান খানই...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা ঠিক করবেন ইমরান খানই। শনিবার এই কথা জানিয়েছেন পিটিআইয়ের অন্তর্বর্তীকালীন চেয়্যারম্যান গোহর আলি খান। তাঁর দাবি, জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পিটিআই। গোহর জানিয়েছেন, ২২টি আসনে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা জয় পেলেও ফল পাল্টে তাঁদের হারিয়ে দেওয়া হয়েছে। সরকার গড়বেন তাঁরাই। তিনি বলেন, "কারও সঙ্গে আমাদের বিরোধ নেই। আমরা এগিয়ে যাব এবং সংবিধান ও আইন অনুযায়ী সরকার গঠন করব। যেসব আসনে ফলাফল আটকে দেওয়া হয়েছে, সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করা হবে।" উল্লেখ্য, নির্বাচনের পর এখনও পর্যন্ত গণনা শেষ হয়নি পাকিস্তানে। এখনও পর্যন্ত গণনার ফল অনুযায়ী ১০০ আসনে জয় পেয়েছে পিটিআই সমর্থিত প্রার্থীরা। পাকিস্তান মুসলিম লিগ পেয়েছে ৭৩ আসন। পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ৫৪ আসন এবং অন্যান্য দল পেয়েছে ২৮টি। গণনার নাটকীয়তার মধ্যে পাকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া সাইট এক্স। এই ঘটনাকে লজ্জাজনক বলে দাবি করেছে পিটিআই। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান কর্তৃপক্ষের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। বলা হয়েছে, জনগণের অধিকারের ওপর আক্রমণ করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)