• বাংলা সহ ১৩টি আঞ্চলিক ভাষায় কেন্দ্রীয় পুলিশ বাহিনীর পরীক্ষা...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: কেন্দ্রীয় সশ্স্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা হবে বাংলা সহ মোট ১৩টি আঞ্চলিক ভাষায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে আজ একথা জানানো হয়েছে। হিন্দি এবং ইংরাজির পাশাপাশি ১৩টি আঞ্চলিক ভাষার যে কোনও একটিতে পরীক্ষা দিতে পারবেন চাকরি প্রার্থীরা। ২০ ফেব্রয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এই পরীক্ষা হবে। দেশের মোট ১২৮টি শহরে হবে সিএপিএফ কন্সেটবল নিয়োগের পরীক্ষা।স্বরাষ্ট্রমন্ত্রের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, মূলত আঞ্চলিক ভাষাগুলিকে গুরুত্ব দেওয়া এবং তুলে ধরার উদ্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে। হিন্দি এবং ইংরাজির পাশাপাশি কনস্টেবল নিয়োগের প্রশ্নপত্র তৈরি করা হবে অহমিয়া, বাংলা, গুজরাটি, মারাঠি, মলয়ালম, কন্নড়, তামিল, তেলুগু, ওড়িশা, উর্দু, পাঞ্জাবি, মণিপুরে এবং কোঙ্কনি ভাষায়। সুবিধা এবং ভাষা অনুযায়ী প্রার্থীরা কোন ভাষায় পরীক্ষা দিতে চান, তা উল্লেখ করতে পারবেন। হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়া এবং আঞ্চলিক ভাষাগুলিকে লঘু করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে। লোকসভা ভোটের আগে অহিন্দিভাষী রাজ্যগুলির যুবকদের মন পেতে কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ করেছে বলে মত রাজনৈতিক মহলের।
  • Link to this news (আজকাল)