• সোমবার সন্দেশখালি যাচ্ছেন রাজ্যপাল
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামিকাল, সোমবার সন্দেশখালি যাচ্ছেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর তেমনটাই। গত কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার থেকে এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা। শনিবার গ্রেপ্তার করা হয় উত্তম সর্দারকে। সন্দেশখালির অশান্তিতে এলাকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সিপিএমের প্রাক্তন বিধায়ককে বাঁশদ্রোণী থানায় নিয়ে যায় পুলিশ। বাঁশদ্রোণী থানায় নিরাপদ সর্দারকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার-সহ ১১৭ জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ ওরফে শিবু হাজরাকে খুনের চেষ্টা, উস্কানি দেওয়া, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিক্ষোভে অংশ নিতে বলা, অশান্তি সৃষ্টিতে প্ররোচনা দেওয়া এবং সর্বোপরি বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। তাঁর গ্রেপ্তারির প্রতিবাদে বাম কর্মী সমর্থকদের একাধিক জায়গায় বিক্ষোভ চলে দিনভর। এসবের মাঝেই রবিবার সন্ধেয় জানা গেল, সন্দেশখালির পরিস্থিতি সরেজমিনে দেখতে, সোমবার সেখানে যাচ্ছেন রাজ্যের রাজ্যপাল। কাটছাঁট করেছেন তাঁর কেরল সফরে।
  • Link to this news (আজকাল)