• সঙ্গিনী পাওয়ার লড়াইয়ে কোমর ভাঙল দাঁতালের
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • অতীশ সেন: ভালোবাসার সপ্তাহে সঙ্গিনীর দখল পেতে দুই হাতির লড়াইয়ে কোমড় ভাঙল একটি দাঁতাল হাতির। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানে। জানা গিয়েছে, সঙ্গিনী দখল ও জঙ্গলের আধিপত্য ধরে রাখতে জঙ্গলের ভেতরেই দুটি হাতির তুমুল লড়াই বাঁধে। সেই লড়াইয়েই এই দাঁতালটি পরাজিত হয়, প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখমও হয় হাতিটি। লড়াইয়ে হেরে পালিয়ে যাওয়ার সময় তিতির জঙ্গলে হলং নদীতে পড়ে যায় হাতিটি। দীর্ঘ প্রচেষ্টায় হাতিটিকে নদী থেকে উদ্ধার করে বনকর্মীরা। তবে চিকিৎসা শুরু করলেও হাতিটির বাঁচার সম্ভাবনা কম বলেই জানা গিয়েছে। উঠতি বয়সী হাতিরা অনেক সময়েই দলের ক্ষমতাবান হাতির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই লড়াইয়ে দাঁতালেরা সব সময়েই এগিয়ে থাকে, তবে দুই দাঁতালের মধ্যেও লড়াইয়ের ঘটনা ঘটে। ২০২০ সালের ১৬ই অগাস্ট বিন্নাগুড়ি সেনাছাউনি লাগোয়া বিন্নাগুড়ি চা বাগানে একটি দাঁতালের সাথে একটি মাকনা হাতির এমনই লড়াই বেঁধেছিল। প্রতিদ্বন্দ্বী হাতির দাঁতের প্রাণঘাতী আঘাতে মাকনা হাতিটির পেট ফুঁড়ে গিয়ে মৃত্যু হয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, লড়াইয়ে হেরে যাওয়া দাঁতালটির কোমরের হাড় ভেঙে গিয়েছে ফলে সেটি আর উঠে দাঁড়াতে পারছে না। দাঁতালটি চিকিৎসায় একেবারেই সাড়া দিচ্ছে না। বনদপ্তরের পশু চিকিৎসক ও বনকর্মীরা হাতিটিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)