• চন্দননগর বিধানসভা উৎসবের সূচনা করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: সূচনা হল চন্দননগর বিধানসভা উৎসব ২০২৪। রবিবার চন্দননগর রবীন্দ্রভবনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন। মন্ত্রীর উদ্যোগে এবং চন্দননগর পৌরনিগম ও চন্দননগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় চন্দননগর রবীন্দ্রভবনে শুরু হল উৎসব। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান প্রলয় চক্রবর্তী, উপ পুরপ্রধান ফিরোজ খান, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, চেয়ারপার্সন স্নিগ্ধা রায়, পুর কমিশনার স্বপন কুন্ডু সহ চন্দননগর পুরনিগম এবং ভদ্রেশ্বর পুরসভার সদস্যরা। একাধিক সঙ্গীতানুষ্ঠান দিয়ে সাজিয়ে তোলা হয়েছে উৎসবকে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি আয়োজিত উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত জগতের খ্যাতনামা একাধিক শিল্পী। অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবারে অংশগ্রহণ করবেন সঙ্গীত শিল্পী জোজো, অরিত্র দাশগুপ্ত, শুভশ্রী দেবনাথ। তৃতীয় দিন মঙ্গলবারে অংশগ্রহণ করবেন বিশিষ্ট গায়ক রাঘব চট্টোপাধ্যায়, মাধুরী দে, অমিত গাঙ্গুলী। অনুষ্ঠানের চতুর্থ দিন বুধবারে থাকবেন শিল্পী লোপামুদ্রা মিত্র, তৃষা পাড়ুই, আরফিন রানা। পঞ্চম দিন বৃহস্পতিবার থাকবেন দোহার, সুজয় ভৌমিক, গার্গী ঘোষ। উৎসবের শেষ দিন শুক্রবার উপস্থিত থাকবেন মনোময় ভট্টাচার্য, শম্পা বিশ্বাস এবং জয়তি চক্রবর্তী। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি উৎসবে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের স্টল। এদিন শুরু হয়ে উৎসব চলবে আগামী ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত, টানা ছয়দিন।
  • Link to this news (আজকাল)