• প্রয়াত ফাদার ম্যাথিউ
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সেন্ট জেভিয়ার্স কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফাদার পি সি ম্যাথিউ প্রয়াত। বয়স হয়েছিল ৮৪ বছর। রবিবার কলকাতায় একটি বেসরকারি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। শনিবারই তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটে। ২০০৯ সালে সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষের পর থেকে অবসর নেওয়ার পর সেন্ট লরেন্স স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০১৯ সাল থেকে তিনি বাড়িতেই সময় কাটাচ্ছিলেন। ফাদার ম্যাথিউ জন্মগ্রহণ করেন ১৯ এপ্রিল, ১৯৩৯ সালে কেরালার পিরাভামে। ১৯৫৭ সাল থেকে তিনি কলকাতায় এবং ১৯৬৯ সাল থেকে তিনি ধর্মগুরু হিসাবে কাজ করেন। এরপর ১৯৯৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ১৪ বছর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের অধ্যক্ষের দায়িত্ব সামলিয়েছেন। তাঁর সময় সেন্ট জেভিয়ার্স কলেজ উল্লেখযোগ্য সফলতা অর্জন করে। তিনি প্রাক্তনী সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন। আগামী মঙ্গলবার সেন্ট জেভিয়ার্স কলেজ চত্বরে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপর ডায়মন্ড হারবারের ধ্যান আশ্রমে তাঁর দেহ সমাধিস্থ করা হবে।
  • Link to this news (আজকাল)