• Sandeshkhali: চূড়ান্ত উত্তেজনা তৈরির জোরালো ইঙ্গিত সন্দেশখালিতে, বামেদের বনধেই BJP-র অভিযান, যাচ্ছেন রাজ্যপালও
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • Sandeshkhali:

    সন্দেশখালিতে নারী নির্যাতন, দুর্নীতি, জুলুমবাজির অভিযোগে আজ ১২ ঘণ্টার বনধের ডাক দেয় বামেরা। সকাল থেকে উত্তর ২৪ পরগনা জেলার এই দ্বীপাঞ্চলে বনধের (Bandh) তেমন প্রভাব চোকে না পড়লেও এলাকা বেশ থমথমে। এদিকে, সন্দেশখালির (Sandeshkhali) পরিস্থিতি পর্যালোচনা করে তড়িঘড়ি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। আজ সন্দেশখালিতে যাবেন তিনি। এদিকে, আজই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে সন্দেশখালি অভিযানের ডাক দিয়েছে বিজেপিও (BJP)। মোটের উপর সপ্তাহের প্রথম দিনেই ফের একবার চূড়ান্ত উত্তেজনাকর পরিস্থিতি তৈরির জোরালো ইঙ্গিত দ্বীপাঞ্চলে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)