Pakistan Election: গোলকধাঁধায় আটকে সরকার গঠন, কিংমেকার হতে চলেছে পাকসেনা?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই সামনে এসেছে। ফলাফল অনুসারে দেখা গিয়েছে ইমরান খানের দল পিটিআই সবচেয়ে শক্তিশালী দল হিসাবে আবির্ভূত হয়েছে। তবে নওয়াজ শরিফের মাথায় পাকিস্তানি সেনাবাহিনীর হাত রয়েছে বলেই ধারণা ওয়াকিবহলমহলের। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সংখ্যক আসনে জয়ী হলেও ইমরান খান ও তার দলের ভবিষ্যৎ কী হবে তা এখনও অনিশ্চিত। নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো জারদারির দলগুলোর মধ্যে জোট সরকার গঠনের জন্য আলোচনা চলছে। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে রাজপথে বিক্ষোভ করছে পিটিআই। নির্বাচনের ফলাফল থেকে এটা স্পষ্ট যে পাকিস্তানে আবারও সেনাবাহিনী ‘কিংমেকার’ হয়ে উঠবে এবং পর্দার আড়ালে সরকার চালাবে সেদেশের সেনাবাহিনী।