Ex-Navy Officers: বিশ্বকে ‘জাত’ চেনাল ভারত, ৮ নেভি অফিসারকে ছাড়তে বাধ্য হল কাতার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ ফেব্রুয়ারি ২০২৪
কাতারে মোদী সরকারের বিরাট কূটনৈতিক জয়। কাতারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর আট প্রাক্তন আধিকারিককে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে ভারতের হস্তক্ষেপে মৃত্যুদণ্ড রদ করে কাতারের একটি আদালত। গোটা দেশ নৌবাহিনীর আধিকারিকদের মুক্তি ও নিরাপদে প্রত্যাবর্তনের অপেক্ষায় দিন গুনেছে। পরিবারের সদস্যরাও এই বিষয়ে বিদেশমন্ত্রকের কাছে অনুরোধ করে। বিদেশ মন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয় মৃত্যুদণ্ড প্রাপ্ত আট নৌসেনা কর্মীর মুক্তির বিষয়ে সকল প্রকার কূটনৈতিক সহায়তা প্রদান করা হবে পাশাপাশি তাদের সকল প্রকারের আইনি সাহায্যের প্রতিশ্রুতিও দেওয়া হয় মোদী সরকারের তরফে। অবশেষে মুক্তি। কাতার থেকে দেশে ফিরল ৭ জন।