• Sundarban: ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে সুন্দরবনের জঙ্গল, ফের বীভৎস কাণ্ডে দ্বীপাঞ্চলে হাহাকার!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • Sundarban:

    সুন্দরবনের জঙ্গলে প্রতি মুহূর্তে ওঁত পেতে থাকে চরম বিপদ। আর এই ঘোরতর বিপদের আশঙ্কাকে উপেক্ষা করেই রুজি-রুটির টানে ফি দিন জঙ্গল লাগোয়া খাঁড়ি-নদীতে যেতে হয় এতল্লাটের বহু বাসিন্দাকে। এর আগেও পেটের টানে সুন্দরবনের (Sundarban) নদীতে গিয়ে বাঘের হাতে প্রাণ দিতে হয়েছে অনেককে। এবার ফের একবার সেই মর্মান্তিক ঘটনারই পুনরাবৃত্তি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)