• মায়ানমারে কার্যকর পিপলস মিলিটারি সার্ভিস আইন
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মায়ানমারের সামরিক জুন্টা সরকার দেশের যুবক যুবতীদের জন্য সেনাবাহিনীতে কাজ করা বাধ্যতামূলক ঘোষণা করেছে। জুন্টা সরকার শনিবার ২০১০ সালের পিপলস মিলিটারি সার্ভিস ল কার্যকর করেছে। আইনে বলা হয়েছে, ১৮ থেকে ৪৫ বছর বয়সী পুরুষরা এবং ১৮ থেকে ৩৫ বছর বয়সের মহিলাদের দেশের জরুরীকালীন পরিস্থিতিতে দু"বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করা যাবে।
  • Link to this news (আজকাল)