• বদলাল না ভাগ্য, রোহিতদের পর বিশ্বকাপ ফাইনালে হার ভারতের জুনিয়রদেরও ...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দাদাদের বদলা নিতে ব্যর্থ ভাইরা। আবার অজিদের কাছে নতজানু। আরও একটি বিশ্বকাপ ফাইনালে হার। রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৭৯ রানে হারল ভারত। টানা ছ"বার জুনিয়রদের বিশ্বকাপ জেতার রেকর্ড হল না ভারতের। ফিরে এল সিনিয়রদের ব্যর্থতার ইতিহাস। তিন মাস আগে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল রোহিতদের। স্থান বদলালেও, ভাগ্য বদলাল না। এদিন ফাইনালে কোনও বিভাগেই অজিদের সঙ্গে টক্কর দিতে পারেনি উদয় সাহারনরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৪৩.৫ ওভারে ১৭৪ রানে শেষ ভারতের ইনিংস। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ভারত। পাঁচবার বিশ্বকাপ জেতায় এদিন ফেভারিট হিসেবেই নেমেছিল। কিন্তু বিগ ফাইনালে স্নায়ু ধরে রাখতে ব্যর্থ। রানার্স তকমাতেই উদয়দের হারিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। শুরুটা ভাল হয়নি। রাজ লিম্বানির বলে শূন্য রানে বোল্ড হন কনসটাস। দ্বিতীয় উইকেটে ৭৮ রান যোগ করেন হ্যারি ডিক্সন (৪২) এবং হিউজ ওয়েবজেন (৪৮)। সর্বোচ্চ রান ভারতীয় বংশোদ্ভুত হার্জাস সিংয়ের (৫৫)। গুরুত্বপূর্ণ ৪৬ রান যোগ করেন অলিভার পিকে। তিন উইকেট নেন রাজ লিম্বানি। অস্ট্রেলিয়ার ইনিংস শেষে ম্যাচ ৫০-৫০ ছিল। ব্যাট করতে নেমে স্নায়ু ধরে রাখতে হতো ভারতকে। কিন্তু তাতেই ব্যর্থ উদয়রা। সেমিফাইনালে যে জুটি ভারতকে ফাইনালে তুলেছিল, সেই দু"জন রান পাননি। ৮ রানে ফেরেন অধিনায়ক উদয়। ৯ রানে আউট হন শচীন দাস। শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় ভারত। পার্টনারশিপ গড়ে ওঠেনি। কিছুটা চেষ্টা করেন আদর্শ সিং। ৪৭ করেন ভারতীয় ওপেনার। শেষদিকে মুরুগান অভিষেকের ৪২ রান ছাড়া কোনও ভারতীয় ব্যাটার রান পায়নি। বিশ্বমঞ্চে আরও একবার ব্যর্থতা। ৪৩.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায় ভারত। তিনটে করে উইকেট নেন বিয়ার্ডম্যান এবং ম্যাকমিলান। 
  • Link to this news (আজকাল)