• আটক মানবপাচার চক্রের ৩জন
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • নিতাই দে, আগরতলা: ত্রিপুরায় সক্রিয় রয়েছে মানব পাচার চক্র। রবিবার সকালে রেলপথে পশ্চিমবঙ্গে যাওয়ার পথে এমন একটি পাচার চক্রকে গ্রেপ্তার করে আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ। তিন পাচারকারী সহ পুলিশ তিন বাংলাদেশি যুবতীকে আটক করে। আটক বাংলাদেশি তিন যুবতীর মধ্যে রয়েছেন রহিমা মৌসুমী,এবং ঝরনা। জিআরপি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সকালে তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল। তাদের সঙ্গে ছিল ত্রিপুরার সোনামুড়া মহকুমার রহিমা আক্তার, আনজুর আলম এবং মামুন হোসেন । জিআরপি থানার পুলিশের প্রাথমিকভাবে দাবি বাংলাদেশী তিন যুবতীকে সোনামুড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় আনা হয়েছিল। উদ্দেশ্য ছিল তাদেরকে কলকাতা পাচার করার। কিন্তু পুলিশের চেকিং এর সময় রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভারতীয় তিন নাগরিক সহ বাংলাদেশের তিন যুবতীকে আটক করে।পুলিশ তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। সোমবার তাদের আদালতে হাজির করা হবে।
  • Link to this news (আজকাল)