• লালগোলায় ভিলেজ পুলিশকর্মীকে বন্দুক দিয়ে মারধরের অভিযোগ
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার এক ভিলেজ পুলিশ কর্মীকে বন্দুক দিয়ে মারধর করার অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই লালগোলা থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাসখানেক আগে লালগোলা থানার কৃষ্ণপুর-টিকটিকিপাড়া এলাকার বাসিন্দা রমজান শেখ এবং আরও এক ব্যক্তি কাহারপাড়া গ্রামের বাসিন্দা জনৈক আবু সুফিয়ান নামে এক ব্যক্তিকে একটি সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল বিক্রি করেন। অভিযোগ, মোটরসাইকেল কেনার পর প্রথম কিস্তি টাকা দিয়ে আবু সুফিয়ান, রমজানকে বাকি টাকা দিচ্ছিল না। রবিবার দুপুরে রমজান আরও কয়েকজনকে নিয়ে আবু সুফিয়ানের বাড়িতে চড়াও হয় বাকি টাকা উদ্ধারের জন্য। কিন্তু সেই সময় আবু সুফিয়ান বাড়িতে না থাকায় রমজান এবং তার দলবল আবু-র মা রেহমা বিবিকে ভয় দেখায় এবং তার সাথে থাকা পিস্তল থেকে এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ।  আবুর সন্ধানে আত্মীয়র বাড়িতেও গালিগালাজ করে এবং দু থেকে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।  আবুর মা রেহেমা বিবিকে ব্যাপক মারধর শুরু করে। এই ঘটনার খবর পেয়ে লালগোলা থানার ভিলেজ পুলিশ তুহিন শেখ দ্রুত ওই এলাকায় পৌঁছে যান। সেই সময় রমজান এবং তার দলবল তুহিনকেও বন্দুক দিয়ে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। ভিলেজ পুলিশকে মারধর করতে দেখে অন্যান্য গ্রামবাসীরা ছুটে এলে রমজান এবং তার দলবল এলাকা ছেড়ে পালায়। গুরুতর আহত অবস্থায় তুহিন এবং রেহেমা বিবি দু"জনকেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে রেহেমা বিবির অবস্থার অবনতি হওয়ায় তাকে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)