বছর শুরুতেই দুঃসংবাদ! ১৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা স্পাইসজেটের
২৪ ঘন্টা | ১২ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪০০ কর্মচারি ছাঁটাই করতে চলেছে স্পাইসজেট। খরচ কমাতে এবং বিনিয়োগরকারীদের আগ্রহ ধরে রাখতে এই সিদ্ধান্ত। ১৪০০ কর্মী হল এয়ারলাইন স্পাইসজেটের কর্মশক্তির প্রায় ১৫%। বর্তমানে এই এয়ারলাইন ৯ হাজার কর্মীচারি রয়েছ এবং প্রায় ৩০ টি প্লেন পরিচালনা করে। এর মধ্যে আটটি ক্রু এবং পাইলট সহ বিদেশী ক্যারিয়ারের কাছ থেকে ওয়েট-লিজপ্রাপ্ত।
স্পাইস জেট বছর শুরুতেই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে বলে জানিয়েছে। কোম্পানির একজন মুখপাত্র বলেন, 'কোম্পানি খরচ কমানোর জন্যই এই সিদ্ধান্ত'।যারা এই ঘটনা সম্পর্কে জানেন, তাদের মধ্যে একজন বলেন, 'ক্যারিয়ারের ৬০ কোটি বেতনের বিলের কারণে কর্মী ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত।'
আরও একজন জানান, মানুষ ইতিমধ্যেই কল পেতে শুরু করেছে। স্পাইসজেট বেশ কয়েক মাস ধরে বেতন পরিশোধে দেরি করেছে। এমনকি অনেকে এখনও তাদের জানুয়ারির বেতন পাননি।'স্পাইসজেট বলেছে যে, এটি ২২০০ কোটি টাকার তহবিল আধান পাওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। তবে কিছু বিনিয়োগকারীরা ভয় পেয়ে রয়েছে।মুখপাত্র বলেন, 'কোনও তহবিল বিলম্ব নেই এবং আমরা আমাদের তহবিল আধানের সঙ্গে ভালোভাবে এগিয়ে যাচ্ছি। এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই আমরা জনসাধারণের কাছে এই খবরটি ঘোষণা করেছি।'তিনি আরও বলেন, 'আমরা পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সকলকে জানাতে থাকব। বিনিয়োগকারীদের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক সদস্যতা নিয়েছে।'২০১৯ সাল ছিল স্পাইস জেট শীর্ষ বছর। এই সময়ে স্পাইস জেটের ১১৮ টি প্লেন এবং ১৬ হাজার কর্মচারী ছিল। বাজার শেয়ারের দিক থেকে এর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আকাসা এয়ার, যার এখন ৩৫০০ কর্মী এবং ২৩ টি প্লেন রয়েছে। দেশীয় বাজারে তাদের প্রায় ৪% শেয়ার রয়েছে।