• Sandeshkhali-CV Ananda Bose:’শাহজাহান-শিবুরা ফিরলে এবার যা করবে মুখ দেখাতেও পারব না’, রাজ্যপালকে বললেন মহিলারা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • Sandeshkhali-CV Ananda Bose:

    সন্দেশখালির পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তড়িঘড়ি কেরল (Kerala) সফর কাটছাঁট করে রাজ্যে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। আজই সন্দেশখালিতে (Sandeshkhali) পৌঁছে যান রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপাল সন্দেশখালিতে ঢুকতেই তাঁর পথ আটকে রাস্তায় বসে পড়েন হাজরা-হাজার মহিলা। মুখ-মাথা কাপড়ে ঢেকে ‘বাঁচার কাতর আর্তি’ তাঁরা জানান রাজ্যপালের কাছে। বছরের পর বছর ধরে শেখ শাহজাহান-শিবু হাজরারা তাঁদের উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ মহিলাদের। এমনকী পুলিশে অভিযোগ জানালেও কোনও ফল হয়নি বলে অভিযোগ তাঁদের। রাজ্যপালকে মৌখিক অভিযোগ জানানোর পাশাপাশি লিখিতভাবেও অভিযোগপত্র জমা দিয়েছেন এলাকাবাসী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)