নজিরবিহীন কাণ্ড রাজ্য বিধানসভায়। আজ অধিবেশনের শুরুতেই সন্দেশখালির (Sandeshkhali) ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) থেকে শুরু করে বিজেপির (BJP) অন্য বিধায়করা। ‘সন্দেশখালির সঙ্গে আছি’, লেখা টি-শার্ট পরে বিধানসভায় ঢুকেছিলেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) টি-শার্টটি খুলে আসতে বললে তীব্র প্রতিবাদে সুর চড়াতে শুরু করেন শুভেন্দু অধিকারীরা। শেষমেশ বিরোধী দলনেতা-সহ বিজেপির ৬ বিধায়ককে সাসপেন্ড (Suspend) করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।