• Ravindra Jadeja: সম্মান মিশে গিয়েছে ধুলোয়! জাদেজার বাবাকে ফের চরম আক্রমণ বউ রিভাবার, অশান্তি চরমে
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • Ravindra Jadeja wife vs father:

    শ্বশুর জাতীয় প্রচারমাধ্যম স্বামী জাদেজা তো বটেই এমনকি তাঁর বিরুদ্ধেও বেনজিরভাবে আক্রমণ শানিয়েছিলেন। তাঁদের সাংসারিক ব্যাপার বেআব্রু করে দিয়েছিলেন। একের পর এক ভয়ংকর অভিযোগে তোলপাড় হয়ে গিয়েছিল ক্রিকেট মহল। সেই বিষয়েই এবার মুখ খুললেন রিভাবা জাদেজা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)