চৌধুরি চরণ সিং ছিলেন মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টির সরকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সরকার ১৯৭৯ সালের জানুয়ারিতে বিপি মণ্ডলের অধীনে অনগ্রসর শ্রেণি কমিশন নিয়োগ করেছিল। ১৯৮০ সালের ডিসেম্বরে এই কমিশনের পেশ করা রিপোর্ট ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সম্প্রদায়ের জন্য ২৭% সংরক্ষণের ব্যবস্থা করেছিল। এর পাশাপাশি, ১৯৯০ সালের আগস্টে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির (এসসি/এসটি) জন্য ২২.৫% সংরক্ষণের সুযোগও সৃষ্টি করেছিল এই কমিশন। ১৯৪৭ সালের ২১ মার্চ, সরকারি চাকুরি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কৃষকদের সন্তান বা নির্ভরশীলদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রসঙ্গ উঠেছিল। সেই প্রসঙ্গে চরণ সিং বলেছিলেন, ‘কৃষি বিভাগে এমন অনেক আধিকারিক আছেন, যাঁরা বার্লি গাছ এবং গম গাছের মধ্যে পার্থক্য করতে পারেন না। সেচ বিভাগে এমন অনেক আধিকারিক আছেন, যাঁরা জানেন না কত জল কোন সময়ে একটি নির্দিষ্ট ফসলের জন্য প্রয়োজন হয়।’