Haldwani Violence: চাকরির খোঁজে গিয়ে হিংসার কবলে যুবক, চলে গেল তরতাজা প্রাণ, দিশেহারা পরিবার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১২ ফেব্রুয়ারি ২০২৪
হলদওয়ানি হিংসার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। ধীরে ধীরে খুলছে দোকানপাট। কেন্দ্রীয় বাহিনীর টহলের মধ্যে দিয়ে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। হিংসার ঘটনায় নিহত হন পাঁচজন। যার মধ্যে রয়েছেন বিহারের এক যুবক। চাকরির সন্ধানে এসেছিলেন তিনি। আর বাড়ি ফেরা হল না। হিংসার ঘটনা কেড়ে নিল তরতাজা প্রাণকে।