• কৃষক আন্দোলন, একমাসের জন্য দিল্লিতে ১৪৪ ধারা জারি
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার থেকে ফের শুরু কৃষক আন্দোলন। রাজধানীতে আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ার আগেই সোমবার থেকে রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করা হল। যা চলবে ১২ মার্চ পর্যন্ত। সোমবার দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা জানিয়েছেন, একমাসের জন্য রাজধানীতে ১৪৪ ধারা জারি থাকবে। যে কোনও বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি থাকবে। ট্রাক্টর নিয়ে দিল্লিতে প্রবেশ করা যাবে না। ১৪৪ ধারা লঙ্ঘন করলে গ্রেপ্তার করা হবে। সোমবারে সিরসার চৌধুরি দলবীর সিংহ ইন্ডোর স্টেডিয়াম এবং ডাবওয়ালির গুরু গোবিন্দ সিংহ স্টেডিয়ামকে অস্থায়ী জেলে রূপান্তরিত করা হয়েছে। মঙ্গলবার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে ২০০টির বেশি কৃষক সংগঠন দিল্লির উদ্দেশে রওনা দেবে। কমপক্ষে ২০ হাজার কৃষক এই অভিযানে সামিল হবেন। কৃষকদের জন্য পেনশন সহ একগুচ্ছ দাবি নিয়ে "দিল্লি চলো"র ডাক দিয়েছে সংগঠনগুলো। হরিয়ানায় অশান্তি রুখতে মঙ্গলবার রাত পর্যন্ত অম্বালা, কুরুক্ষেত্র, কইথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং সিরসা জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা করা হয়েছে। ৫০ কোম্পানি পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে দিল্লির সীমান্তে কংক্রিটের দেওয়াল, কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে।
  • Link to this news (আজকাল)