• আজ থেকে ত্রিপুরায় অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেল অবরোধের ডাক ছাত্র সংগঠনের...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ককবরক ভাষার পরীক্ষায় বাংলা ও রোমান হরফে প্রশ্নপত্র ও উত্তর লেখার দাবিতে উপজাতি ছাত্র সংগঠন আজ রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেল অবরোধের ডাক দিয়েছে। এর ফলে স্বাভাবিক জনজীবন যাতে ব্যাহত না হয়, ত্রিপুরা পুলিশ তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে বিজেপি জনজাতি মোর্চা এই অবরোধকে অগণতান্ত্রিক আখ্যা দিয়েছে এবং তা প্রত্যাহার করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য রেল ও জাতীয় সড়ক অবরোধের ডাক দিয়েছে তিপ্রা মথা-র ছাত্র সংগঠন তুইপ্রা ইন্ডিজেনাস স্টুডেন্টস ফেডারেশন এবং জয়েন্ট মুভমেন্ট কো-অর্ডিনেশন ফোরাম ফর ককবরক। উল্লেখ্য, ত্রিপুরার প্রধান জনজাতীয় ভাষা ককবরক। প্রায় ৪০ বছর ধরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ককবরক পরীক্ষার্থীদের জন্য দুটি লিপিকেই মান্যতা দিয়ে এসেছে। লোকসভা ভোটের আগে হঠাৎই মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিকা জারি করে কেবলমাত্র বাংলা লিপিতেই ককবরক লিখতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে তুমুল প্রতিবাদ ওঠে সংশ্লিষ্ট মহলে।
  • Link to this news (আজকাল)