• মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় নৌসেনা অফিসারকে মুক্তি দিল কাতার ...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বড়সড় কূটনৈতিক জয় ভারতের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় নৌসেনা অফিসারকে মুক্তি দিল কাতার। ৮ জনের মধ্যে সোমবার ভোররাতে ৭ জন দেশে ফিরেছেন। দীর্ঘ অপেক্ষা শেষে দেশে পা রেখেই নৌসেনা কর্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারত সরকারকে ধন্যবাদও জানান। ২০২২ সালের আগস্ট মাসে ভারতীয় নৌসেনার ৮ কর্মীকে গ্রেপ্তার করে কাতারের গোয়েন্দা বিভাগ। গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিল কাতার আদালত। ভারত সরকারের অনুরোধে এই সাজায় স্থগিতাদেশ দিলেও, ক্যাপ্টেন নভতেজ সিং, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার বর্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা এবং নাবিক রাজেশ কারাবন্দি ছিলেন। এবার মিলল মুক্তি। ভারতের বিদেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আমরা কাতারের আমিরের এই সিদ্ধান্তের প্রশংসা করি। তার এই সিদ্ধান্তে ওই আট নাগরিকদের মুক্তি ও স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে সাতজন এরই মধ্যে দেশে ফিরেছে।"
  • Link to this news (আজকাল)