• ‌মুর্শিদাবাদ থেকে জলপথে বাংলাদেশের বাণিজ্য শুরু
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডস্ক:‌ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদ জেলার সঙ্গে বাংলাদেশের জলপথের মাধ্যমে পণ্য পরিবহন শুরু হল। এদিন কেন্দ্রের জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর লালগোলার ময়া থেকে বাংলাদেশের সুলতানগঞ্জ পর্যন্ত পদ্মা নদীবক্ষে পণ্য পরিবহন এবং বাণিজ্যের আনুষ্ঠানিক সূচনা করেন। সোমবার পাথর বোঝাই একটি ভেসেল লালগোলার মায়া থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। শান্তনু ঠাকুর বলেন, ‘‌কেন্দ্র সরকারের তরফে হলদিয়া থেকে বারাণসী পর্যন্ত অন্তর্দেশীয় ১ নম্বর জলপথ বরাবর পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে এই জলপথের অংশে ৬২টি জেটি, রোরো এবং রোপ্যাক তৈরি হবে। এর ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, ছাত্র–ছাত্রী, চাকরিজীবী সকলেরই সুবিধা হবে।’‌ এর ফলে পরিবহনের সময় অনেকটাই কমবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। 
  • Link to this news (আজকাল)