• ‘রবীন্দ্রনাথের জায়গায় এরকম হতে পারে ভাবতে পারছি না’, সন্দেশখালিকে নরকের সঙ্গে তুলনা রাজ্যপালের...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালিকে নরকের সঙ্গে তুলনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকালে সন্দেশখালির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন তিনি। চোখের সামনে রাজ্যপালকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মহিলারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন রাজ্যপাল বোস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ এখানে জন্মেছিলেন। তাঁর জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে সেটা ভাবতে পারছি না’। শেক্সপিয়ারের লেখা থেকে উদ্ধৃতি তুলে তিনি প্রশাসনের সমালোচনা করেন। এমনকি সন্দেশখালিকে তুলনা করেন নরকের সঙ্গে। রাজ্যপাল বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি। ওঁদের অভিযোগ শুনেছি। আইন অনুযায়ী আমি লড়াই করব। সংবিধানের আওতায় থেকে যতদূর যাওয়া যায় আমি যাব। দুবৃত্তদের শাস্তি পেতে হবে"। এদিন রাজ্যপালের কনভয় যখন উত্তর ২৪ পরগণার মিনাখাঁর ওপর দিয়ে যাচ্ছিল সেই সময় প্ল্যাকার্ড নিয়ে কনভয়ের সামনে বিক্ষোভ দেখান বেশ কিছু লোক। কনভয়ের সামনে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিনাখাঁর পর বামনগাছির দিকে যাওয়ার পথে বামনপুকুর এলাকায় ফের বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে। কয়েকশো মিটার দূরে কালীতলা এলাকায় ফের একই ছবি। একাধিক বিক্ষোভ পেরিয়ে ধামাখালি পৌঁছন রাজ্যপাল বোস। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে লঞ্চে করে সন্দেশখালি পৌঁছন তিনি।স্তি পেতে হবে ’।
  • Link to this news (আজকাল)