• ‘যারা গণ্ডগোল করেছে সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে’, সন্দেশখালির ঘটনায় মুখ খুললেন মমতা...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালির ঘটনার চারদিন পর অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন আরামবাগের সভায় যোগ দিতে যাওয়ার পথে ডুমুরজোলা হেলিপ্যাডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি যা বলার আরামবাগ গিয়ে বলব। যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা গণ্ডগোল করেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে’। সন্দেশখালির ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিল রাজ্য মহিলা কমিশন। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম। তারা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে’। সন্দেশখালির ঘটনার খবর পেয়ে কেরালা সফর কাঁটছাঁট করে সোমবার রাজ্যে ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যে কেউ যেতে পারেন। ঘটনায় যারা গণ্ডগোল করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমি যা বলার আরামবাগ গিয়ে বলব’। সন্দেশখালির ঘটনায় রীতিমত উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে বিধানসভাতেও। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • Link to this news (আজকাল)