• বিধানসভায় সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ ৬ বিজেপি বিধায়ক
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৬ বিজেপি বিধায়ক। যার ফলে চলতি অধিবেশনে আর অংশ নিতেন পারবেন না এই বিধায়করা। রাজ্যে সন্দেশখালির ঘটনার প্রতিবাদ মঞ্চ হিসেবে বিজেপি বিধায়করা বেছে নিয়েছিলেন বিধানসভার অধিবেশন কক্ষকে। এদিন শুরু থেকেই উত্তপ্ত ছিল বিধানসভা কক্ষ। সঙ্গে আছি সন্দেশখালি লেখা একটি টিশার্ট পরে বিধানসভায় প্রবেশ করেন বিজেপি বিধায়করা। সেই গেঞ্জি তাঁদের খুলে ফেলতে বলেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি। তিনি বলেন, ‘গেঞ্জি খুলে আসুন। কোনো স্লোগান লেখা গেঞ্জি পরে অধিবেশন কক্ষে প্রবেশ করা যায় না’। কোনো বিধায়কই সেই কথা শোনেননি। সন্দেশখালির ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন শুভেন্দু। কক্ষের মধ্যেই কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে শুরু করেন তাঁরা। তখনই বিমান ব্যানার্জি বলেন, ‘অধিবেশন কক্ষে কাগজ ছেঁড়া যায় না। আপনারা বাইরে গিয়ে যা খুশি করুন। নাহলে আমি কিন্তু সাসপেন্ড করতে বাধ্য হব’। এরপরেও থামেননি বিজেপি বিধায়করা। সাসপেন্ড করা হয় শুভেন্দু সহ ছ’জন বিধায়ককে। তালিকায় রয়েছেন অগ্নিমিত্রা পলমিহির গোস্বামী, তাপসী মণ্ডল, বঙ্কিম ঘোষ। বিধানসভার বাইরে বেরিয়েও বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘সন্দেশখালির ঘটনার জন্য সাসপেন্ড হয়ে আমি গর্বিত। আম।াদের কোনও দুঃখ নেই’,
  • Link to this news (আজকাল)