মনোজের অধরাই মাধুরী, শেষে কেরালার কাছেও হার! রঞ্জিতে বিদায় বাংলার
২৪ ঘন্টা | ১২ ফেব্রুয়ারি ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: না, এবারও হল না! ফের বাংলার রঞ্জি (Ranji Trophy) জয়ের স্বপ্নভঙ্গ! ১৯৮৯-৯০ মরসুমে শেষবার বাংলা রঞ্জি চ্য়াম্পিয়ন হয়েছিল। দীর্ঘ ৩৫ বছরের খরা কাটিয়ে ভারতসেরা হওয়া হল না মনোজ তিওয়ারি (Manoj Tiwary) অ্যান্ড কোংয়ের। কেরলের কাছে হেরেই রঞ্জি ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হল লক্ষ্মীরতন শুক্লার শিষ্যদের। আর কোন কেরলের কাছে হারল বাংলা? যে দল বাংলার বিরুদ্ধে নামার আগের পাঁচটি ম্য়াচেই জয়ের মুখ দেখেনি। বাংলাকে ৪৪৯ রানের পাহাড় প্রমাণ টার্গেট দিয়েছিল কেরালা। সোমবার অর্থাৎ আজ ম্য়াচের শেষ দিন বাংলার জয়ের জন্য় ৩৭২ রান দরকার ছিল। হাতে ছিল আট উইকেট। সেখান ৩৩৯ রানে থেমে যায় মনোজ বাহিনী। ১০৯ রানে লজ্জার হারই মনোজদের সঙ্গী হল থুম্বার সেন্ট জেভিয়ার্স কলেজের মাঠে। গতবছর তীরে এসে তরী ডুবেছিল বাংলা ব্রিগেডের। মনোজের টিম ফাইনালে উঠেছিল। কিন্তু সৌরাষ্ট্রের কাছে নয় উইকেটে হারতে হয়েছিল বাংলাকে। মনোজ বলেছিলেন যে, তিনি আরও এক মরসুম খেলে রঞ্জি জয়ের স্বপ্নকে ধাওয়া করবেন। কিন্তু মনোজের অধরাই মাধুরী!মুম্বইয়ের পর কেরলের কাছে লজ্জার হার। যার পরিণাম গ্রুপ পর্বে ৬ ম্যাচে বাংলার পয়েন্ট দাঁড়াল ১২। শেষ ম্যাচ জিততে পারলেও বাংলার সবচেয়ে বেশি ১৯ পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতেও কিসসু হবে না। গ্রুপের প্রথম দুইয়ে শেষ করতে ব্য়র্থ হবে বাংলা। কারণ 'বি' গ্রুপের আট দলের মধ্য়ে মুম্বই এবং অন্ধ্রপ্রদেশ রয়েছে এক এবং দুইয়ে। মুম্বইয়ের পয়েন্ট ২৭। অন্ধ্রের ২২। ফলে বাংলার কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ এখানেই শেষ হয়ে গেল।