'রাতের পর রাত তৃণমূলের অত্যাচারের শিকার সন্দেশখালির মহিলারা'!
২৪ ঘন্টা | ১২ ফেব্রুয়ারি ২০২৪
রাজীব চক্রবর্তী: 'শেখ শাজাহান কোথায়, মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিন'। সন্দেশখালিকাণ্ডে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বললেন, 'তৃণমূলের অত্যাচারের শিকার মহিলা। তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। সন্দেশখালির মহিলারা সাহায্য ও নিরাপত্তার জন্য চিৎকার করছেন'।
সন্দেশখালিকাণ্ডের আঁচ এবার দিল্লিতে। স্থানীয় মহিলারা বাংলায় যা বলেছেন, হিন্দি ও ইংরেজিতে তা তর্জমা করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এদিন বিজেপি-র সদর দফতরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, 'বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলেরা গুন্ডারা দেখে আসে, কাদের বাড়ির মেয়ে সুন্দরী, কোন মেয়েদের বয়স কম। তাঁদের স্বামীদের বলা হয়েছে, তুমি স্বামী হতে পার, কিন্তু তোমার কোনও অধিকার নেই। মহিলারা বলেছেন, নিয়ে চলে যাবে রাতের পর রাত। যতক্ষণ তাঁদের মন না ভরবে, ততক্ষণ তোমার রেহাই নেই'।স্মৃতির আরও বক্তব্য, 'আমরা নাগরিক হিসেবে কি নীরব দর্শকের ভূমিকা পালন করব? এই ব্যক্তিটি কে, যাঁর বিরুদ্ধে সন্দেশখালির মহিলারা গণধর্ষণের অভিযোগ করছেন? এখনও পর্যন্ত সবাই ভাবছিল, শেখ শাহজাহান কে? এখন মমতা বন্দ্যোপাধ্য়ায়কে জবাব দিতে হবে, কোথায় শেখ শাহাজাহান? মমতা বন্দ্য়োপাধ্যায়, আপনি রাজনৈতিক লাভের জন্য তফশিলি জাতি, মৎস্যজীবী পরিবার ও কৃষক সম্প্রদায় ও তাদের মহিলাদের সম্মান নষ্ট করেছেন'।সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসনিক। কেন্দ্রীয় মন্ত্রীর মতে, 'এখন সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যাতে মহিলারা জমায়েত করতে না পারেন এবং কথা বলতে না পারেন'। সঙ্গে প্রশ্ন, 'মমতা বন্দ্যোপাধ্যায় কেন তৃণমূলের গুণ্ডাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করতে দিলেন, যাতে মহিলাদের চিহ্নিত করে লাগাতার ধর্ষণ করা যায়'?