• Mithun Chakraborty : 'লোকসভায় প্রার্থী হব না', হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাফ জবাব মিঠুনের
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন মহাগুরু? বিজেপির অন্দরেই এই নিয়ে জল্পনার অভাব ছিল না। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মিঠুন নিজেই জানিয়ে দিলেন, তিনি এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। তবে শারীরিক অসুস্থতার কারণ তাঁকে প্রার্থী হওয়ার সম্ভাবনা থেকে দূরে সরায়নি। বরং, রাজ্য জুড়ে দলের প্রচারের কারণেই তিনি নিজেকে একটি কেন্দ্রে আটকে রাখতে চাইছেন না।সোমবারই হাসপাতাল থেকে ছাড়া পান মিঠুন চক্রবর্তী। হাসপাতাল থেকে বেরিয়েই মিঠুন বলেন, ‘আমি প্রার্থী হব না । আমি যদি প্রার্থী হই, আমার ৪২ টি কেন্দ্র কে দেখবে? আমি প্রচারে যাবে। ১ মার্চ থেকে লাগাতার প্রচারে যাব। বিজেপির হয়ে প্রচার করব। আমাদের রাজ্যের বাইরেও বলে অন্য রাজ্যে গিয়ে প্রচার করব।’তবে, কাকতালীয় ভাবে সোমবারই অভিনয় জগতে তাঁর সহকর্মী দেব-এর রাজনৈতিক জীবন চালিয়ে নিয়ে যাওয়ার নিশ্চয়তার উপর সিলমোহর পড়েছে। তিনি, যে ঘাটাল থেকেই প্রার্থী হচ্ছেন, সেটা অনেকটাই পরিষ্কার। স্নেহধন্য দেবকে নিয়ে অবশ্য মিঠুন বলেন, ‘ ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল। ওঁর সঙ্গে কোনও রাজনৈতিক আলোচনা হয় না। দেবের বিষয়ে আমি রাজনৈতিক কোনও কথা বলব না। ও খুব বুদ্ধিমান এবং ভালো ছেলে।’গোলাপ নিয়ে মিঠুন চক্রবর্তী-কে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষচলচ্চিত্র জগতের আরেক সতীর্থ শত্রুঘ্ন সিনহা তৃণমূল কংগ্রেসের টিকিটে আসানসোল থেকে দাঁড়াতে পারেন। এমনটাই আভাস দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিনোদন জগতে তাঁর অন্যতম সহকর্মীর ব্যাপারে মিঠুন বলেন, ‘তিনি অন্য দলে আছেন। তবে আমরা ভালো বন্ধু। ওঁর প্রতি আমার শ্রদ্ধা আছে।’মিঠুন যখন হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ির পথে ফিরেছেন, সেই সময়ই অগ্নিগর্ভ সন্দেশখালিতে দাঁড়িয়ে মানুষের আর্তনাদ শুনছেন রাজ্যপাল। রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপির প্রতিনিধিদের আটকানো হয়েছে মাঝরাস্তায়। সন্দেশখালি নিয়ে এদিন মিঠুনের জবাব, ‘সময় এসেছে। মানুষের উত্থানের সময় এসেছে।’ শুভেন্দু অধিকারীকে আটকানো যাবে না, ‘ও খুব সাহসী ছেলে’ ভেঙে বেরিয়ে যাবে বলেও হুঁশিয়ারি শোনা যায় মহাগুরু মুখ থেকে।
  • Link to this news (এই সময়)