• Abu Dhabi Hindu Temple Opening Date : ইট গাঁথেন জয়শংকর! আবু ধাবির সর্ববৃহৎ হিন্দু মন্দিরে একাধিক চমক, দেখুন ভিডিয়ো
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে-ই নয়, ১৪ ফেব্রুয়ারি হিন্দুদের জন্য আরও একটি উৎসবের দিন। সেদিন খবরের শিরোনামে থাকবে আবু ধাবির BAPS হিন্দু মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে দ্বারোদঘাটন হতে চলেছে সেই মন্দিরের। তার আগে প্রকাশ্যে এল সুবিশাল মন্দিরের অন্দরসজ্জার ভিডিয়ো।মন্দির উদ্বোধনের আগে ভারতে নিযুক্ত সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রদূত আবদুল নাসির অল শালী বলেন, 'BAPS হিন্দু মন্দিরের উদ্বোধন সংযুক্ত আরব আমিরশাহীর কাছে অত্যন্ত গর্বের। ভারত এবং UAE সহিষ্ণুতা এবং স্বকীয়তার মূল্য নিয়ে চলে। নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এই দুই দেশ। এই মন্দির সেই সম্পর্ক আরও অটুট করে তুলবে।'৮ মাসে তৃতীয়বার সংযুক্ত আরব আমিরশাহীতে প্রধানমন্ত্রীআবু ধাবির হিন্দু মন্দির উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহীতে থাকবেন। BAPS নামের এই সংস্থার নেতৃত্বে তৈরি করা হয়েছে স্বামী নারায়ণ মন্দিরটি। দিল্লিতে অক্ষরধাম মন্দিরের নির্মাণও করেছিল এই সংস্থা।গত আট মাসে এই নিয়ে তৃতীয়বার সংযুক্ত আরব আমিরশাহী সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহম্মদ বিন জায়েদ অল নাহয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক অটুট করার নানা বিষয় নিয়ে আলোচনা হবে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। স্থানীয় এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৪প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এই সংযুক্ত আরব আমিরশাহী সফরে শেখ মহম্মদ বিন রশিদ অল মকতুমের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর ডাকে সাড়া দিয়েই প্রধানমন্ত্রী মোদী দুবাইয়ে আয়োজিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৪ সালের গেস্ট অফ অনার।হিন্দু মন্দিরের বিশেষত্বআবু ধাবির মরুসমুদ্রের মাঝে তৈরি করা হয়েছে এই স্বামী নারায়ণ মন্দির। এটি সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম হিন্দু মন্দির। মোট ৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে এই বিশাল আকারের মন্দিরটি। ২০১৫ সালে আবু ধাবি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময়ই এই মন্দিরের জমি কেনা হয়। মোট ১৭ একর জমি ক্রয় করে আবু ধাবি সরকার নির্মাণ শুরু করে। ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।এলাহি কায়দায় নির্মিত হয়েছে এই সুবিশাল মন্দিরটি। ৪০ হাজার কিউবিক মিটার মার্বেল মন্দির গড়ার কাঁচামাল। বেলেপাথর ব্যবহার করা হয়েছে ১ লাখ ৮০ হাজার। মোট ১৮ লাখ ইট লেগেছে। এখনও পর্যন্ত মোট ৪ লাখ ঘণ্টা কাজ করেছেন নির্মাণকর্মীরা। যদিও সম্পূর্ণ নির্মাণ হয়নি।স্বামী নারায়ণ মন্দিরের দেওয়ালে রয়েছে প্রাচীণ বৈদিক নকশা। ভারতের শিল্পীদের সাহায্যে সেগুলি তৈরি করা হয়েছে। ৫০ হাজারেরও বেশি নানা মহলের বিখ্যাত ব্যক্তিত্ব এই মন্দিরে একটি একটি করে ইট গেঁথে গিয়েছেন। তালিকায় রয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর।
  • Link to this news (এই সময়)