• Qatar Released Indian Navy Officers : হার মানবে রূপকথা, কী ভাবে মৃত্যুমুখ থেকে ফিরলেন প্রাক্তন ৮ নৌসেনা? জানুন লড়াইয়ের কাহিনি
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে জেলে বন্দি প্রাক্তন ভারতীয় নৌসেনাদের মৃত্যুদণ্ডের সাজা রদ হয়েছিল আগেই। প্রায় ১৮ মাস পরে মিলল মুক্তি। আটজনের মধ্যে দেশে ফিরলেন ভারতীয় নৌসেনার প্রাক্তন সাত আধিকারিক। এই মুক্তি, ভারতের বড়সড় কূটনৈতিক জয় বলে মনে করা হচ্ছে। দোষী সাব্যস্ত হওয়া থেকে মুক্তি, এর পিছনে রয়েছে দীর্ঘ ঘটনাবহুল এক কাহিনী।আট ভারতীয় মুক্তি ঘোষণাকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। তাদের মুক্তি এবং পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য কাতারের আমিরের সিদ্ধান্তকে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাগত।গত বছর অক্টোবর মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৮ প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর আধিকারিককে দোষী সাব্যস্ত করেছিল কাতারের একটি আদালত। সেই সঙ্গে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতে শোরগোল পড়ে যায়। এ জন্য নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেছিল বিরোধী শিবির। কূটনৈতিক ব্যর্থতারও অভিযোগ করে তারা। গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারের গোয়েন্দা সংস্থা ৮ প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর সদস্যকে গ্রেফতার করে। এবং জেলে পাঠানো হয়। বন্দি নৌবাহিনীর প্রাক্তন আধিকারিকদের সঙ্গে দেখা করেছিলেন কাতারে ভারতীয় রাষ্ট্রদূত এবং সবরকমের সাহায্যের প্রতিশ্রুতির দিয়েছিলেন। ১ মার্চ বন্দি ভারতীয়রা মুক্তির আবেদন জানালে, তা খারিজ করে দিয়েছিল কাতারের একটি আদালত। এরপর ২৫ মার্চ চার্জশিট দাখিল করে শুরু হয় কাতার আইন অনুযায়ী বিচার। ধৃত ভারতীয়দের জেল ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। প্রতিটি কক্ষে ২ জন করে বন্দিকে রাখার সিদ্ধান্ত হয়। ২৬ অক্টোবর কাতারের আদালত ৮ ভারতীয়তে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়। আদালতের সিদ্ধান্তে বিস্ময়প্রকাশ করে দিল্লি। সেইসঙ্গে অভিযুক্ত ভারতীয়দের আইনি সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করে কাতারের আপিল আদালতে একটি মামলা ঠোকা হয়েছিল। কাতারে ভারতীয় রাষ্ট্রদূত আটজন প্রাক্তন নৌবাহিনীর সদস্যের সঙ্গে দেখা করেছিলেন। ২৭ ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে রেহাই দেয় কাতারের আপিল আদালত। এই নির্দেশকে কূটনৈতিক জয় হিসেবে মনে করেছিল দিল্লি। মুক্তির দাবিতে কাতার সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়। এরপর চলতি ফেব্রুয়ারি মাসে ৮ প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর সদস্যকে মুক্তি দিয়েছে কাতারের শীর্ষ আদালত। লোকসভা ভোটের আগে যা বাড়তি অক্সিজেন যুগিয়েছে নরেন্দ্র মোদী সরকারকে।
  • Link to this news (এই সময়)