• Sonia Gandhi : 'নিরাপদ' রায়বরেলিতে প্রার্থী প্রিয়াঙ্কা? লোকসভা ছেড়ে এবার রাজ্যসভায় সোনিয়া?
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • ভোটের দামামা বেজে গিয়েছে। তবে লোকসভা নির্বাচনের আগে রয়েছে রাজ্যসভার বেশ কয়েকটি আসনে ভোট। আগামী ২৭ ফেব্রুয়ারি সংসদের উচ্চকক্ষের ভোটগ্রহণ। শোনা যাচ্ছে, এবার রাজ্যসভা থেকে লড়বেন সোনিয়া গান্ধী। বদলে নিজের রায়বরেলির আসন তিনি ছেড়ে দিচ্ছেন মেয়ে প্রিয়াঙ্কাকে।দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যা রয়েছে সোনিয়া গান্ধীর। দলীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছিল, এ বছর লোকসভা থেকে নাও দাঁড়াতে পারেন তিনি। সূত্রের খবর, এবার রাজ্যসভা থেকে দাঁড় করাচ্ছে কংগ্রেস। খুব শীঘ্রই তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। রাজস্থান থেকে তাঁকে পাঠানো হতে পারে রাজ্যসভায়।সোনিয়া গান্ধী নিজের রায়বরেলি আসনের ব্যাটন তুলে দিতে চলেছেন প্রিয়াঙ্কার হাতে। সংসদীয় রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন তিনি। দীর্ঘদিন ধরে রায়বরেলি আসনটি কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০১৯ সালে কংগ্রেসের ধরাশায়ী অবস্থাতেও সোনিয়া গান্ধী এই আসন ধরে রেখেছিলেন। গত বছর স্মৃতি ইরানির কাছে উত্তর প্রদেশেরই আমেঠি আসন থেকে হেরে যান রাহুল গান্ধী। এবার কন্যার উপর ভরসা রেখে 'সেফ গড়' ছাড়ছেন মা সোনিয়া।২০১৯ থেকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তবে ভোটের রাজনীতিতে এবারই হাতেখড়ি হবে তাঁর। শোনা যাচ্ছে, প্রিয়াঙ্কাকে প্রার্থী করতে আগ্রহী সনিয়া-রাহুল দু'জনেই। নাম ঘোষণা এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। প্রিয়াঙ্কার জন্য একটি নিশ্চিত ও নিরাপদ লোকসভা আসন বেছে নিতে চেয়েছিলেন সোনিয়া-রাহুলরা। এই মর্মেই কংগ্রেস হাইকম্যান্ডের প্রাথমিক পরিকল্পনা রায়বরেলি।
  • Link to this news (এই সময়)