শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ! স্ত্রীর কাছে ডিভোর্সের আবদার সমপ্রেমী স্বামীর
এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৪
স্বামী-স্ত্রীর বিবাদের এক আজব কাহিনি ঘিরে শোরগোল। বিয়ের পর থেকেই স্ত্রী কাছে ঘেঁষতেন না যুবক। বাপের বাড়িতে গিয়ে মনের দুঃখের কথা বলেন স্ত্রী। কথা পৌঁছয় শ্বশুরবাড়ি পর্যন্ত। তরুণীকে সকলে মিলে সান্ত্বনা দিলেও স্বামীর ব্যবহারে কোনও পরিবর্তন আসেনি। দিন দিন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত আসল রহস্য ফাঁস করলেন যুবক। জানালেন, স্ত্রীর প্রতি কোনও আকর্ষণ নেই তাঁর। তিনি আদতে সমপ্রেমী।শোরগোল ফেলে দেওয়া এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ফতেপুর এলাকায়। স্বামীর থেকে সত্য শুনে পায়ের তলা থেকে মাটি সরে যায় স্ত্রীর। শ্বশুরবাড়িতে সবটা জানান তিনি। কিন্তু, উলটে তাঁকেই মারধর শুরু করেন শ্বশুরবাড়ির সদস্যরা। এমনটাই অভিযোগ।বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেইস্থানীয় থানার আধিকারিক শামশের বাহাদুর সিং বলেন, '২০২১ সালের ২৯ মে ওই মহিলার বিয়ে হয়। বিয়েতে শ্বশুরবাড়ির পক্ষ থেকে ৩৪ লাখ টাকা নগদ নেওয়া হয়। তবে বিবাহিতা ওই মহিলার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী সঠিকভাবে ব্যবহার করতেন না। নানা বাহানা করে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলতেন। দীর্ঘদিন ধরে এই অবহেলা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তিনি বাপের বাড়ি চলে যান। স্বামী এবং শ্বশুরবাড়ির আজব ব্যবহার নিয়ে নালিশ করেন তিনি।'রহস্য ফাঁস স্বামীরতরুণীর অভিযোগ, তাঁর শাশুড়ি, ভাসুর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করেন। তাঁকে গালিগালাজ করতে থাকেন। স্বামীকে সবটা জানালে সে সহমর্মিতা দেখায় তবে পরিবারের বিরুদ্ধে কোনও মন্তব্য করেনি। এমনটাই জানিয়েছেন ওই মহিলা। স্বামীর বক্তব্য, মা এবং মামার চাপে পড়ে তিনি তরুণীকে বিবাহ করেন। মহিলাদের প্রতি তাঁর কোনও শারীরিক আকর্ষণ নেই। পুরুষদেরই পছন্দ করেন তিনি। হাত জোড় করে স্ত্রীর কাছে ডিভোর্স চান তিনি।প্রতারনা করে তাঁকে বিয়ে এবং পরবর্তীকে মারধর এবং নিগৃহ করার অভিযোগ পুলিশে অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ তদন্তে নেমে শাশুড়ি, শ্বশুর, স্বামী সহ পাঁচজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। শারীরিক নিগৃহের বিষয়টি প্রমাণিত হলে কড়া শাস্তি হতে পারে তাঁদের।বাংলাতেও ঘটেছে এমন ঘটনাসম্প্রতি পশ্চিমবঙ্গের বোলপুরের বাসিন্দা বাসুদেব চক্রবর্তী হাওড়ার এক পুরুষ বন্ধুকে বিয়ে করেছেন। মালা বদল করে, সিঁদুর পরিয়ে বিয়ে করছেন তাঁরা। এর আগেই অবশ্য স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছ্বেদ হয় তাঁর।