• Ashok Chavan : কংগ্রেস ত্যাগ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বানের, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা ভোটের আগে মহারাষ্ট্রে কংগ্রেসে ভাঙন অব্যাহত। মিলিন্দ দেওড়ার পর এবার শতাব্দী প্রাচীন দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ। দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগের পাশাপাশি বিধায়ক পদ থেকে দিয়েছেন ইস্তফা। প্রবীণ কংগ্রেস নেতা বিজেপিতে যোগদান করতে চলেছেন বলে খবর।গত বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রের ভোকার বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন অশোক চহ্বাণ। সূত্রের খবর, সম্প্রতি কয়েক মাস ধরে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পেয়েছিল তাঁর। দল ছাড়তে চলেছেন বলে শুরু হয় জল্পনা। সোমবার বিধানসভা স্পিকারের রাহুল নার্ভেকরের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।বিধায়ক পদ থেকে তাঁর পদত্যাগের খবর এক্সে পোস্ট করে জানিয়েছেন। সেই সঙ্গে ঘোষণা করেছেন কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ত্যাগেরও।১৯৮৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কংগ্রেসের টিকিটে লোকসভার সাংসদ হয়েছিলেন অশোক চহ্বাণ। ২০১৪ সালে ফের লোকসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত মহারাষ্ট্র বিধানসভার সদস্য ছিলেন। এর মধ্যে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত সামলেছিলেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব।মুখ্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতি তাড়া করেছিল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। ২০১০ সালের নভেম্বর মাসে আদর্শ হাউজিং সোসাইটি কেলেঙ্কারিতে তাঁর নাম জড়িয়ে যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের কুর্সি থেকে তাঁকে সরিয়ে দেয় কংগ্রেস।কংগ্রেস ত্যাগের পর অশোক চহ্বাণ বিজেপি-তে যোগ দিতে চলেছেন বলে খবর। এ ব্যাপারে গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর একপ্রস্থ কথাবার্তা হয়েছে বলে জানা গিয়েছে। দলবদলের পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর দল চহ্বাণকে মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় পাঠাতে পারে।প্রবীণ কংগ্রেস নেতা অশোক চহ্বাণের কংগ্রেস ত্যাগ নিয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ। চহ্বাণ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে দিয়েছেন ইঙ্গিত। কংগ্রেসের অনেক শীর্ষ নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলেও দাবি করেছেন। ক্লাইম্যাক্স এখনও বাকি বলে করেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য।প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন প্রাক্তন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। যোগ দিয়েছিলেন একানাথ শিন্ডে শিবিরে। এরপরেই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। যোগ দিয়েছিলেন অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপিতে।এবার কংগ্রেস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণ। লোকসভা ভোটের আগে কংগ্রেসের উপর চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)