• Holi 2024 : 'কব হ্যায় হোলি?' রঙের উৎসবের কাউন্টডাউন শুরু, ছুটি কবে?
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে নিয়ে ইতিমধ্যেই সব প্ল্যান রেডি। আর তার মধ্যেই ক্যালেন্ডার হাতড়ানো শুরু হয়ে গিয়েছে। সকলেই জানতে চান এ বছর দোল এবং হোলি কবে।শোলে সিনেমার জনপ্রিয় ডায়লগটা আশা করি সকলেরই মনে আছে। 'হোলি কব হ্যায়, কব হ্যায় হোলি...।' এই প্রশ্নই যেন এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। উৎসবপ্রিয় মানুষের বারো মাসে তেরো পার্বন। ২০২৪ সালের এই অন্যতম পার্বনের আনন্দে গা ভাসাতে প্রস্তুত। হোলি উপলক্ষে দেশে কবে সরকারি ছুটি থাকতে তা জানারও আগ্রহ রয়েছে। ছোট্ট ট্রিপের জন্য তাই বুকিংয়ের পরিকল্পনাও মনে মনে করে ফেলেছেন অনেকে। অপেক্ষা কেবল অফিসের বসের অনুমতির।রঙের এই উৎসব দেশের এক একটি জায়গায়, এক এক নামে পালিত হয়। হোলির আলাদা আলাদা নামও রয়েছে প্রতিটি রাজ্যে। সাধারণত ফাল্গুন মাসে হইহই করে এই রঙের উৎসব পালিত হয় দেশজুড়ে। ফাল্গুন মাসের পূর্ণিমার দিন রং খেলার আনন্দে গা ভাসায় সকলে।বাংলায় এই দিনটিতে পালিত হয় বসন্ত উৎসব বা দোল পূর্ণিমা। হোলির আগের দিন দেশের নানা অংশে পালিত হয় হোলিকা দহন। বাঙালিরা সেটিকে বলে ন্যাড়া পোড়ানো। আবার কোথাও কোথাও হোলির আগের দিনটি উদযাপিত হয় ছোটি হোলি হিসেবে।রং খেলার আগের দিন সূর্যাস্তের পর আগুন জ্বালিয়া হোলিকা দহন পালিত হয়। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় উদযাপিত করেন ধর্মবিশ্বাসীরা। পরদিন একে অপরের গালে রং লাগিয়ে হোলি পালিত হয়।২০২৪ সালে হোলি পালিত হবে ২৫ মার্চ, সোমবার। ওইদিনই দেশজুড়ে সরকারি ছুটি থাকবে। হোলির দিনই এ বছর দোল পূর্ণিমা। ফলে পশ্চিমবঙ্গেও এদিনই সরকারি ছুটি থাকবে।পৌরাণিক কাহিনি অনুসারে, রং দিয়ে হোলি খেলার প্রথা প্রথম শুরু করেন শ্রী কৃষ্ণ এবং রাধা। আর সে কারণেই ব্রজতে মহা সমারোহে হোলি উৎসব পালন করা হয়। ব্রজে হোলি খেলা হয় লাড্ডু হোলি, ফুলন হোলি, লাঠমার হোলি, রং-আবির হোলি ইত্যাদি নিয়মে। মথুরা এবং বৃন্দাবনে ১৫ দিন ধরে চলে উৎসব। মহারাষ্ট্রে শুকনো রং দিয়ে খেলা হয় রং পঞ্চমী। বারাণসীর লটমহরেও রং উৎসব অত্যন্ত জনপ্রিয়। মধ্য প্রদেশের মালওয়াতে হোলির পঞ্চম দিনটিকে বলা হয় রং পঞ্চমী। মূল হোলির থেকে এদিন বেশি রং খেলা হয় সেখানে।
  • Link to this news (এই সময়)