গন্তব্যে পৌঁছনোর জন্য এখনকার দিনে অন্যতম ভরসা র্যাপিডো, ওলা, উবের। অনেকেই এইসব অ্য়াপের মাধ্যমে বুক করে নেন মোটরবাইক। কাছাকাছি বা দূরের গন্তব্যে যাওয়ার জন্য তুলনামূলক কম টাকায় মোটরবাইকে যাওয়ার অপশনটিও বেশ পছন্দের গ্রাহকদের। একদিকে যেমন চার চাকার থেকে ভাড়াও কম অন্যদিকে তাড়াতাড়ি পৌঁছেও যাওয়া যায় গন্তব্য়ে। তবে প্রায়শই চালক-গ্রাহকের অশান্তি খবর শিরোনামে আসে। কখনও চালকের দুর্ব্যবহারের বা বা অপ্রত্যাশিত ব্যবহারের শিকার হন সওয়ারি কখনও আবার সওয়ারিও এমন ব্যবহার করেন চালকের সঙ্গে যা মোটও কাম্য নয়। সম্প্রতি সামনে এসেছে এমন এক ভিডিয়ো যাতে এক সওয়ারির মানবিকতা নিয়ে প্রশ্ন উঠছে।ঘটনাটি হায়দরাবাদের। র্যাপিডো অ্যাপের মাধ্যমে একটি মোটরবাইক বুক করেছিলেন এক ব্য়ক্তি। সময় মতো স্কুটি আসার পর তাতে উঠেও পড়েন তিনি। গন্তব্যের দিকে যাচ্ছিলেন চালক। মাঝপথে হঠাৎই ফুরিয়ে যায় পেট্রোল। সেই সময় মোটরবাইক চালক সওয়ারিকে খানিকক্ষণের স্কুটি থেকে নামতে বলেন।নিকটবর্তী পেট্রোল পাম্প থেকে তেল ভরার প্রয়োজন হয় চালকের। সেই সময় তিনি সওয়ারিকে অনুরোধ করেন যেন এইটুকু রাস্তা তিনি মোটরবাইক থেকে নেমে হেঁটে যান। কিন্তু এই কথা শুনেই বেঁকে বসেন সওয়ারি। কিছুতেই তিনি রাজি হননি স্কুটি থেকে নামতে। অগত্যা উপায়ান্তর না দেখে সওয়ারিকে নিয়ে স্কুটিটি হাঁটিয়ে হাঁটিয়েই পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে যান চালক। ঘটনার ভিডিয়োটি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, যে সওয়ারি স্কুটিতে বসে রয়েছেন তিনি বেশ স্বাস্থ্যবান। স্কুটির তেল ফুরিয়ে যাওয়া সত্ত্বেও স্কুটি থেকে নামেননি তিনি। গ্য়াঁট হয়ে বসে রয়েছেন সিটে। সওয়ারিকে নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে ব্যস্ত রাস্তার মধ্যে স্কুটি নিয়ে চলছেন চালক। রাস্তার দু'পাশ দিয়ে তখন হু হু করে অন্য গাড়ি বেরিয়ে যাচ্ছে। অভিযোগ, চালকের কষ্ট হচ্ছে দেখেও না দেখার ভান করেন সওয়ারি। উপরন্তু সিটে নির্লিপ্ত ভাবে বসেই থাকেন। সওয়ারি সমেতই চালককে স্কুটি ঠেলতে ঠেলতে পেট্রোল পাম্প পর্যন্ত নিয়ে যেতে হয় তেল ভরতে।ভিডিয়োটি ভাইরাল হতেই তুমুল সমালোচনার নেটিজেনদের। সওয়ারির তীব্র সমালোচনা করেছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন কী ভাবে এতটা স্বার্থপর ও মানবিকতাহীন হতে পারেন একজন? অনেকেই বলছেন, চালকের কষ্ট হচ্ছে দেখেও পেট্রোল পাম্প পর্যন্ত সামান্য রাস্তাটুকুও হেঁটে যেতে পারলেন না সওয়ারি। সওয়ারির এই মনোভাবের তীব্র নিন্দা করেন তাঁরা।