• Lok Sabha Election 2024 : নির্বাচনী বন্ডে BJP-র আয় ১ হাজার কোটিরও বেশি, কংগ্রেসের কত কোটি?
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • লোকসভা ভোটের আগে উপচে পড়ল বিজেপির ঝুলি। ২০২২-২৩ আর্থিক বছরে নির্বাচনী বন্ডের মাধ্যমে হাজার কোটি টাকার বেশি অনুদান পেয়েছে কেন্দ্রের শাসক দল। সেই তুলনায় অনেক পিছিয়ে কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলি। কংগ্রেসের তুলনায় সাতগুণ বেশি পেয়েছে অনুদান পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল।রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে নির্বাচন কমিশনে যে বার্ষিক অডিট রিপোর্ট জমা পড়েছে সেই তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষ ইলেক্টোরাল বন্ড মাধ্যমে বিজেপি অনুদান হিসেবে পেয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকা। ওই আর্থিক বর্ষে বিজেপি মোট অনুদান পেয়েছে প্রায় ২ হজার ১২০ কোটি টাকা।মোট অনুদানের ৬১ শতাংশ এসেছে ইলেক্টোরাল বন্ড থেকে। সুদ হিসেবে পেয়েছে ২০০ কোটি টাকার বেশি। ২০২১-২২ সালে সুদ হিসেবে পেয়েছিল ১৩৫ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে মোট ১ হাজার ৭৭৫ কোটি টাকা অনুদান পেয়েছিল কেন্দ্রের শাসক দল। সেই তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে মোট অনুদান অনেক বৃদ্ধি পেয়েছে। ১ হাজার ৯১৭ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে বলে খবর।২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি আর্থিক খরচ অনেকটা কমেছে। এই বর্ষে নির্বাচন এবং সাধারণ প্রচার খাতে বিজেপি হেলিকপ্টার এবং বিমানের জন্য খরচ করেছে ৭৮.২ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে এই খাতে খরচ করেছিলে ১১৭.৪ কোটি টাকা। এছাড়া, প্রার্থীদের নির্বাচনে অর্থ সাহায্যের জন্য খরচ করেছে ৭৬.৫ কোটা। ২০২১-২২ সালে এই খরচের পরিমাণ ছিল ১৪৬.৪ কোটি টাকা।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০২১-২২ সালের অর্থবর্ষের তুলনায় কংগ্রেসের ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে আর্থিক অনুদান এক ধাক্কায় অনেক কমেছে। ২০২২-২৩ অর্থবর্ষে কংগ্রেস বন্ডের মাধ্যমে অনুদান পয়েছে মাত্র ১৭১ কোটি টাকা। যা, বিজেপির তুলনায় সাত গুণ কম। এর আগের অর্থবর্ষে কংগ্রেস বন্ডের মাধ্যমে অনুদান পেয়েছিল ২৩৬ কোটি টাকা।রাজ্যস্তরের রাজনৈতিক দলগুলির মধ্যে বন্ডের মাধ্যমে সবচেয়ে বেশি আয় করেছে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি। ২০২২-২৩ আর্থিক বর্ষে তারা ৩৪ কোটি টাকা আয় করেছে। ২০২১-২২ আর্থিক বছরের তুলনায় ১০ গুণ বেশি।সবচেয়ে খারাপ অবস্থা উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির। ২০২২-২৩ অর্থবর্ষে ইলেক্টোরাল বন্ড মারফৎ কোনও আয় হয়নি তাদের। তবে, ২০২১-২২ অর্থবর্ষে তারা পেয়েছিল ৩.২ কোটি টাকা।
  • Link to this news (এই সময়)