• বিশ্বের সব জায়গায় সফল ‘বাজ়বল’, তৃতীয় টেস্টের আগে রোহিতদের সতর্ক বার্তা ব্রডের
    আনন্দবাজার | ১২ ফেব্রুয়ারি ২০২৪
  • বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট জিতলেও উচ্ছ্বসিত হওয়ার কিছু
    নেই ভারতীয় শিবিরের। রাজকোটে প্রত্যাঘাত করতে পারেন বেন স্টোকসেরা। এমনই মনে করছেন
    ইংল্যান্ডের প্রাক্তন জোরে বোলার স্টুয়ার্ট ব্রড। তাঁর দাবি, ইংল্যান্ডের
    ‘বাজ়বল’ (ইংল্যান্ডের কোচ
    ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যে হেতু তাঁর ডাকনাম ‘বাজ়’, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজ়বল বলা
    হচ্ছে।) ক্রিকেট সব দেশেই প্রমাণিত সফল। রোহিত শর্মাদের কিছুটা সতর্কই করে দিয়েছেন
    ব্রড।

    হায়দরাবাদে
    ধাক্কা খেতে হয়েছিল রোহিত শর্মাদের। প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল
    ইংল্যান্ড। রাজকোটেও তেমন কিছু হলে অবাক হবেন না ব্রড। দু’দলের
    লড়াইয়ে খুশি তিনি। প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘এমন
    লড়াই আমি ভালবাসি। সিরিজ় এখন ১-১। বাজ়বল বিশ্বের সব জায়গায় সফল হতে পারে। এটা
    এখন প্রমাণিত। আমার মতে, হায়দারাবাদে ইংল্যান্ডের
    পারফরম্যান্স সাম্প্রতিক সময় সব থেকে চিত্তাকর্ষক। আমরা পাকিস্তানের মিটাতে ৩-০
    ব্যবধানে জিতেছি। নিউ জ়িল্যান্ডে গিয়ে ভাল খেলেছি। বাজ়বল এমন একটা মানসিকতা,
    যেটা আমাদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’’

    ব্রড
    মনে করেন,
    ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম আগ্রাসী
    ক্রিকেট দর্শন বিশ্বের সব ধরনের উইকেটে কার্যকর। প্রতিপক্ষ দলকে চাপে রাখা যায়।
    বাজ়বল টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফিরিয়ে এনেছে বলেও মনে করেন তিনি। উল্লেখ্য,
    ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট রাজকোটে শুরু হবে ১৫ ফেব্রুয়ারি
    থেকে।

  • Link to this news (আনন্দবাজার)