সোমবার বিচারক এমকে নগরপালের এজলাসে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর আবেদনের শুনানি ছিল। শুনানি শেষে বিচারক মণীশের ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করতে সপ্তাহে এক দিন জেলের বাইরে আসেন আপ নেতা।
গত বছর ফেব্রুয়ারি মাসে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মণীশ। পরে আর্থিক তছরুপ মামলায় জেল থেকেই তাঁকে গ্রেফতার করে ইডি। তার পর থেকে জেলেই ছিলেন তিনি। গত ৩০ অক্টোবর তাঁর জামিনের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
২০২১-২২ সালের আবগারি নীতিতে দিল্লি সরকার কয়েক জন মদ ব্যবসায়ীকে অগ্রাধিকারের ভিত্তিতে সুবিধা পাইয়ে দিয়েছিল বলে অভিযোগ ওঠে। তার বদলে নাকি বিপুল অর্থের হাতবদল হয়েছিল। যদিও গোড়া থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করে আপ। পরে এই নীতি বাতিলও করা হয়।