• Sandeshkhali: কড়া নজর রাখছে বিজেপি, মঙ্গলে কী ঘটতে চলেছে থমথমে সন্দেশখালিতে?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • Sandeshkhali Politics:

    সন্দেশখালির পরিস্থিতি পৌঁছে গেল জাতীয় রাজনীতিতে। যার বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছেন প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। দেশের রাজধানীতে রীতিমতো সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেছেন, ‘বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলেরা গুন্ডারা দেখে এসেছে, কাদের বাড়িতে সুন্দরী মেয়ে আছে, কোন মেয়েরা কমবয়সি। তাঁদের স্বামীদের বলা হয়েছে, স্বামী হলেও ওই সব মেয়েদের ওপর তাঁদের কোনও অধিকার নেই। যতক্ষণ তাদের (অপহরণকারীদের) মন না ভরবে, ততক্ষণ ওই মহিলাদের কোনওভাবেই রেহাই নেই। হিন্দু পরিবারের মেয়েদেরকেই ধর্ষণের জন্য বেছে বেছে চিহ্নিত করা হয়েছে। অত্যাচারীরা সবাই তৃণমূল নেতা শেখ শাহজাহানের লোক। সন্দেশখালির হিন্দু পরিবারের বিবাহিতা মহিলারা এতদিন ধরে এই সব অত্যাচারের কথা বলার চেষ্টা করেছিলেন। ওই মহিলাদের অভিযোগ, সবকিছু পুলিশের সামনেই ঘটেছে। রাজ্যপাল জানিয়েছেন, তিনি সংবিধান মেনে যা ব্যবস্থা নেওয়ার নেবেন। এখন প্রশ্ন করুন শেখ শাহজাহান কোথায়?’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)