দ্বিতীয় টেস্টে খেলেননি চোটের জন্য। সেই চোট থেকে এখনও সেরে ওঠেননি কেএল রাহুল (KL Rahul)। তাই রাজকোট টেস্ট থেকে ছিল5 গেলেন মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ। শেষ তিনটি টেস্টের দল ঘোষণায় কেএল রাহুলকে স্কোয়াডে রাখা হলেও নির্বাচকরা জানিয়েছিলেন ফিটনেস শর্ত-সাপেক্ষে সুযোগ পাবেন তারকা।