Pakistan-India: পাকিস্তানে গণতন্ত্র উধাও, প্রতিবেশীর সঙ্গে সমস্যা মেটাতে কার সঙ্গে কথা বলবে ভারত?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
Pakistan Situation:
জেলবন্দি ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে বিনা ব্যাটে সেঞ্চুরি করেছেন। তাঁর দল পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) সমর্থিত নির্দল প্রার্থীরা পাকিস্তানের পার্লামেন্ট, জাতীয় পরিষদে সর্বাধিক আসন জিতেছে। নির্বাচিত ১০১ নির্দল প্রার্থীর মধ্যে বেশিরভাগই পিটিআই-সমর্থিত। পিটিআই পাকিস্তানে দুটি প্রধান প্রতিষ্ঠিত দলের চেয়ে বেশি আসন পেয়েছে। এই দুটি দলের পিছনে পাকিস্তান সেনাবাহিনীর পূর্ণ সমর্থন ছিল। তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ৭৫টি আসন পেয়েছে। ভুট্টো-জারদারি পরিবারের নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৫৪টি আসন।