• ব্যয় কমাতে ১৪০০ কর্মী ছাঁটাই করতে চলেছে স্পাইসজেট
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ব্যয় কমাতে এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ১৪০০ কর্মী ছাঁটাই করতে চলেছে জনপ্রিয় বিমান সংস্থা স্পাইসজেট। বর্তমানে স্পাইসজেটের কর্মী সংখ্যা প্রায় ৯ হাজার। ৩০টি বিমান পরিচালনা করে এই সংস্থা। জানা গিয়েছে, খরচ মেটাতে অনেক টাকার প্রয়োজন সংস্থাটির। যে কারণে নগদ খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, স্পাইসজেটের ৬০ কোটি ডলারের বেতন বিল আটকে রয়েছে এখনও। নিয়মিত বেতন দেওয়া যাচ্ছে না কর্মীদেরও। খরচ কমাতেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)