• আনোয়ারকে ঘিরে ধোঁয়াশা, গোয়া ম্যাচে শুরু করতে পারেন কাউকো...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আনোয়ার আলিকে নিয়ে ধোঁয়াশা জিইয়ে রাখলেন আন্তোনিও হাবাস। ডার্বিতে মাঠে ফিরলেও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে প্রথম কোয়ার্টারেই মাঠ ছাড়েন। হায়দরাবাদ ম্যাচে খেলতে পারেননি। গোয়ার বিরুদ্ধে কি পাওয়া যাবে আনোয়ারকে? নিশ্চিতভাবে কিছুই জানালেন না বাগান কোচ। বলেন, মঙ্গলবার সকালে প্র্যাকটিসের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই প্রসঙ্গে হাবাস বলেন, "কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্র্যাকটিসের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আনোয়ার ৮০-৮৫ শতাংশ ফিট। ধীরে ধীরে উন্নতি করছে।" তবে গোয়া ম্যাচে যে ব্রেন্ডন‌ হ্যামিল নেই সেটা সরাসরি জানিয়ে দেন। হায়দরাবাদের বিরুদ্ধে ৬০ মিনিটের মাথায় নামান জনি কাউকোকে। সেদিনই জানিয়েছিলেন, ধীরে ধীরে গেম টাইম বাড়াবেন। বুধবার কি ৯০ মিনিট খেলার মতো জায়গায় আছেন কাউকো? হাবাস বলেন, "আমরা চাই জনি কাউকো ৯০ মিনিট খেলুক। তবে ধীরে ধীরে গেম টাইম বাড়াতে হবে। আগের দিন আধ ঘণ্টা খেলেছে। পরের দিন আরও বেশি খেলবে।" সোমবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি সারে মোহনবাগান দল। আনোয়ারকে প্রথম দলে না রাখলেও, কাউকো পুরোদমে প্র্যাকটিস করেন। পরিস্থিতি বুঝে তাঁকে প্রথম একাদশেও রাখতে পারেন হাবাস। পয়েন্ট টেবিলে ওপরের দিকে এফসি গোয়া। হায়দরাবদের থেকে অনেক কঠিন ম্যাচ হবে। বিপক্ষে রয়েছে কার্ল ম্যাকহিউয়ের মতো প্লেয়ার, যিনি হাবাসের কোচিংয়ে খেলেছেন। নির্দিষ্ট কোনও ফুটবলারকে নিয়ে ভাবছেন না বাগান কোচ। গোয়া থেকে পয়েন্ট নিয়ে ফিরতে মরিয়া। হাবাস বলেন, "বিপক্ষ নয়, আমি নিজের দল নিয়ে ভাবতে পছন্দ করি। ম্যাকহিউ অবশ্যই ভাল প্লেয়ার। তবে বিপক্ষে কে আছে, কে নেই, সেই নিয়ে ভাবছি না। ম্যাচটা এগারো বনাম এগারো হবে। আমরা ম্যাচ প্রতি এগোতে চাই। এখনই চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবছি না। টার্গেট প্রত্যেক ম্যাচ জেতা। সেটা করতে গিয়ে যদি আমরা একনম্বরে চলে যাই, তাহলে ভাল।" বিদেশিহীন হায়দরাবাদের বিরুদ্ধে এক ডজন গোলের সুযোগ নষ্ট করেন কামিন্স, দিমিত্রি, মনবীররা।‌ গোয়ার বিরুদ্ধে হয়তো এত সুযোগ আসবে না। সেক্ষেত্রে গোল মিস রেজাল্টে পার্থক্য গড়ে দিতে পারে। বিষয়টি নিয়ে কতটা চিন্তিত বাগানের স্প্যানিশ কোচ? হাবাস বলেন, "আমাদের আরও ধারাবাহিক হতে হবে। অনেক সময় একাধিক সুযোগ তৈরি হলেও গোল আসে না। আবার অনেক ক্ষেত্রে একটা দুটো চান্স থেকেই গোল হয়ে যায়। ম্যাচের তীব্রতার ওপর নির্ভর করে। তবে প্লেয়ারদের আরও মনোযোগী হতে হবে। আশা করছি এই সমস্যা দ্রুত কাটিয়ে উঠব।" কার্ড সমস্যা কাটিয়ে গোয়া ম্যাচে ফিরছেন লিস্টন‌ কোলাসো।‌ মঙ্গলবার সকাল ৭.৪৫ থেকে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে চূড়ান্ত প্রস্তুতি সেরে সরাসরি গোয়া রওনা হবে হাবাসের দল। 
  • Link to this news (আজকাল)