• কেরলের কাছেও হার, রঞ্জির গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলার...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গতবছর ট্রফির দোরগোড়া থেকে ফিরে আসতে হয়েছিল। এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলার। পরপর দু"ম্যাচে লজ্জার হারে মনোজ তিওয়ারির ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে চুরমার। ঘরের মাঠে মুম্বইয়ের কাছে হারের পর কেরলের বিরুদ্ধেও জিততে পারল না বাংলা। গতবার রানার্স হওয়ার পর মনোজ জানিয়েছিলেন, আরও একটি মরশুম তিনি খেলবেন। চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবেন। কিন্তু সেই স্বপ্ন শেষ। সোমবার কেরলের কাছে ১০৯ রানে হার বাংলার। একা লড়াই করলেও হার বাঁচাতে পারলেন না শাহবাজ আহমেদ। গ্রুপ পর্বে ৬ ম্যাচে বাংলার পয়েন্ট ১২। শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৯ পয়েন্টে পৌঁছতে পারবে মনোজরা। তাসত্ত্বেও প্রথম দুইয়ে শেষ করতে পারবে না বাংলা। কারণ মুম্বই এবং অন্ধ্র প্রদেশের পয়েন্ট ইতিমধ্যেই ১৯ এর বেশি। অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা শেষ। প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান প্রয়োজন ছিল। তৃতীয় দিনের শেষেই দু"উইকেট হারিয়েছিল বাংলা। উইকেটে ছিলেন অভিমন্যু এবং অনুষ্টুপ। এই জুটিই শেষ ভরসা ছিল। এবারের রঞ্জিতে দুটো শতরান করে ফেলা অনুষ্টুপ এবার পারলেন না। ১৬ রানে আউট হন। অর্ধশতরান পাওয়ার পর ৬৫ রানে ফেরেন অভিমন্যু। দু"জনকেই ফেরান ম্যাচের সেরা জলজ সাক্সেনা। অভিষেক (২৮), মনোজ (৩৫) শুরুটা করেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। করণকে নিয়ে লড়াই করার চেষ্টা করেন শাহবাজ। সপ্তম উইকেটে ৮৩ রান যোগ করে এই জুটি। ৪০ করে আউট হন করণ। একাই লড়লেন শাহবাজ। শেষপর্যন্ত ৮০ রানে আউট হন। ৩৩৯ রানে শেষ হয় বাংলার ইনিংস। প্রথম ইনিংসে কেরলের ৩৬৩ রানের জবাবে বাংলার ১৮০ রানে অলআউট হয়ে যাওয়াই দু"দলের মধ্যে পার্থক্য গড়ে দিল। 
  • Link to this news (আজকাল)